
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাঁকড়াজান ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন। প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ২৩ লাখ ২৫ হাজার ৩৬৩ টাকা। ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১ কোটি ২১ লাখ ৪৭ হাজার ৬৭৫ টাকা। এতে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬৮৮ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সচিব আক্কাস আহমেদ, স্থানীয় সংবাদকর্মী মোহাম্মদ শরীফুল ইসলাম, আনোয়ার কবির ও ফরহাদ আলী মিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দারা এ সময় উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান বলেন, “স্থানীয় জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করতেই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তার খাতকে প্রাধান্য দিয়ে কাজ করা।” এ বাজেটের মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়নে স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং জনসম্পৃক্ততা আরও বাড়বে বলে প্রত্যাশা করেন স্থানীয়রা।