পুলিশের সর্বোচ্চ রাষ্টপতি পদক পেলেন মাগুরা শ্রীপুরেের সন্তান আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান
Spread the love

তৌহিদ, মাগুরা

বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেনমুঃ মাসুদুর রহমান ( বিপিঃ ৮২০৮১২৮৫০৬) পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র)। তিনি গত বছর ১৬ অক্টোবর -২০২৪ সালে অফিসার ইনচার্জ পদে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাতে যোগদান করেন। যোগদানের পর থেকে গত ২৮ ফেব্রুয়ারী ২০২৫ সাল পর্যন্ত তার উল্লেখযোগ্য কর্মকান্ডের উপর ভিত্তি করে তাকে এই পদক দেয়া হয়।তার উল্লেখযোগ্য কাজ সমূহ হলো- ১!আলমডাঙ্গা ফরিদপুরের মেহগনি বাগানে মোটরসাইকেল সহ পুড়িয়ে মারা ক্লুলেছ হত্যা মামলার রহস্য উদঘাটন ও ৪ জন আসামিকে গ্রেফতার।
২!আলমডাঙ্গার আইন্দিপুর গ্রামের জিয়া খালের কচুরীপানার ভিতর থেকে পাখি ভ্যান চালকের লাশ উদ্ধার সহ ক্লুলেছ হত্যা মামলার রহস্য উদঘাটন ও প্রধান আসামিকে গ্রেফতার।৩! আলমডাঙ্গার রামদিয়া বাজারে ১ জনকে কুপিয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও ৩ জন আসামিকে গ্রেফতার।৪!৷ আলমডাঙ্গা টু কুষ্টিয়া হাইওয়ে রোডে ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও ৫ ডাকাতকে গ্রেফতার।
৫! আলমডাঙ্গার কুলপালা গ্রামস্থ ভাদরিয়া পুলে ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও ৪ ডাকাতকে গ্রেফতার।এছাড়াও অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক মামলায় মোট ২৬৩ জন আসামীকে গ্রেফতার করে আলমডাঙ্গা থানা এলাকার জনগণের মধ্যে ভয়ভীতি দুর করে জনমনে সুস্হি ফিরিয়ে আনার সক্ষমতা সহ সাহসী ভূমিকা পালন করার কারনে তিনি খুলনা বিভাগে একমাত্র অফিসার ইনচার্জ এবং সমগ্র বাংলাদেশে অফিসার ইনচার্জদের মধ্যে প্রথম স্হান অধিকার করে দেশের সর্বোচ্চ সম্মাননা এই পিপিএম ( President police medal) পদকে ভূষিত হন। এ উপলক্ষে ২৯ এপ্রিল ঢাকাতে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস এর হাত থেকে কৃতিত্বপূর্ণ এই অবদানের জন্য মাসুদুর রহমান এ সম্মাননা গ্রহন করেন।তার এই অর্জনে তার গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়ারা গ্রামের জনসাধারণ সহ পুরো মাগুরাবাসী গর্বিত।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31