
২৯ এপ্রিল ২০২৫:বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘চিন্তাচক্র, চুয়াডাঙ্গা’র উদ্যোগে আজ মঙ্গলবার বিকাল ৪টায় ফাস্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয় চুয়াডাঙ্গা জেলা ক্যাম্পাসের ক্যান্টিনে অনুষ্ঠিত হয়েছে একটি পাঠচক্র। ‘এদেশের ইতিহাস-ঐতিহ্য, ভাষা-সাহিত্য ও সাংস্কৃতিক বয়ানে বাঙালি মুসলমান’ শিরোনামের এই পাঠচক্রে আলোচনার কেন্দ্রে ছিল উস্তাদ মুসা আল হাফিজের প্রবন্ধগ্রন্থ ‘বাংলাদেশ ও ইসলাম: আত্মপরিচয়ের ডিসকোর্স’। পাঠচক্রে চিন্তাচক্র চুয়াডাঙ্গার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন আবুবকর সিদ্দিক, লিটন মাহমুদ, জিহাদ আলী, ইব্রাহিম হোসেন, শামীম হোসেন, আতিফুল ইসলাম ও আবু জর প্রমুখ। সংগঠনটির প্রতিষ্ঠাতার ভাষ্যে, চিন্তাচক্র একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে। তরুণ প্রজন্মের মাঝে আত্মপরিচয়ের সংকট নিরসনে এবং সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বয়ান গঠনে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।










