
বাংলাদেশ পুলিশের সাহসী ও নিষ্ঠাবান কর্মকর্তা মোঃ ইকরামুল হোসেন ২০২৫ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (PPM-সাহসিকতা) অর্জন করেছেন। তাঁর এই কৃতিত্বপূর্ণ অর্জন দেশ ও পুলিশের জন্য গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ কর্মজীবনে মোঃ ইকরামুল হোসেন খুলনা রেঞ্জে দায়িত্ব পালনকালে একাধিকবার রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন। পরবর্তীতে রাজশাহী রেঞ্জেও কর্মরত অবস্থায় পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বাক্ষর রেখে তিনি একই স্বীকৃতি লাভ করেন। এই রাষ্ট্রীয় সম্মান অর্জনের পেছনে সিরাজগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান ইকরামুল হোসেন। তিনি বলেন, “আমি কৃতজ্ঞ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) স্যার, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) স্যার, প্রিয় আদনান স্যার, অমৃত স্যার এবং আমার ডিবি টিমের সকল অফিসার ও ফোর্সের প্রতি, যাঁদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না।” রাষ্ট্রপতি পুলিশ পদক (PPM) দেশের পুলিশ বাহিনীর অন্যতম সর্বোচ্চ স্বীকৃতি, যা সাহসিকতা, দক্ষতা এবং নিষ্ঠার নিদর্শনস্বরূপ প্রদান করা হয়। মোঃ ইকরামুল হোসেনের এই অর্জন শুধুমাত্র তাঁর একক কৃতিত্ব নয়, বরং এটি পুরো পুলিশ বাহিনীর জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ভিউ: ২৩০










