২৯ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার);গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে এক আয়োজনে পুলিশ বাহিনীর কৃতিত্বপূর্ণ সদস্যদের মাঝে 'বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)' ও 'রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)' প্রদান করেন। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান তার সাহসিকতাপূর্ণ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’ লাভ করেছেন। এটি পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস তার হাতে পদক তুলে দেন। গত বছরের অক্টোবরে আলমডাঙ্গা থানায় যোগদানের পর থেকে ওসি মাসুদুর রহমান মাদক, চুরি, ছিনতাই ও সন্ত্রাস দমনে বলিষ্ঠ ভূমিকা রাখছেন। তার মানবিক দৃষ্টিভঙ্গি, পেশাদারিত্ব এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের ফলে আলমডাঙ্গা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমানভাবে উন্নত হয়েছে। জনসেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এ পুলিশ কর্মকর্তার প্রাপ্ত সম্মাননা শুধু আলমডাঙ্গাবাসীর গর্ব নয়, বরং এটি দেশের অন্যান্য থানার জন্যও হতে পারে এক অনুকরণীয় দৃষ্টান্ত।