
মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ইসলামপুর কোপরা কাজলদিঘি থেকে অবৈধভাবে মাটি খনন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার (সাবেক) মেয়র তারিখ আহমদ। ২ নং বাঙ্গাবাড়ী ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠানে অবৈধ মাটি খননের কোথাও তিনি উল্লেখ করেন। রাস্তার মধ্যে ড্রেজার মেশিন মালিকের সাথে কথা বলেছেন রহনপুর পৌরসভার (সাবেক) মেয়র ও বিএনপি নেতা তারিক আহমদ ড্রেজার মেশিন মালিকের সাথে কথা বলে জানা যায় এটি অবৈধভাবে মাটি খনন করা হচ্ছে। অবৈধ ভাবে মাটি খনন করে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করছে।এলাকাবাসী বাঙ্গাবাড়ী ইউনিয়নের রহনপুর পৌরসভার সাবেক মেয়র কে মাটি খননের বিষয়টি জানালে এলাকাবাসী সহ ইসলামপুর কোপরা কাজল দিঘি পরিদর্শন করে সেখানে লোকজনের সমাগম হলে ড্রেজার মেশিন বন্ধ করে আম বাগানে রেখে দেওয়া হয় পরে জনগণ সেখান থেকে চলে আসলে আবার মাটি খনন কাজ শুরু করে।এ অবৈধ মাটি খননে আশেপাশের জমি সহ ও ঘরবাড়ির ব্যাপক আকারে ক্ষতির মুখে আসতে পারে । বাঙ্গাবাড়ী ইউনিয়নের ইসলামপুর কোপরা কাজল দিঘির মাটি খননের কোন বৈধ পারমিশন নাই এ ব্যাপারে ড্রেজার মেশিন মালিকের সাথে কথা বলে জানিয়েছেন রহানপুর পৌরসভার বাঙ্গবাড়ী ইউনিয়নের সাবেক মেয়র তারিক আহমেদ। তিনি বলেন এ ব্যাপারে গোমস্তাপুর উপজেলা প্রশাসন কোন প্রকার পদক্ষে গ্রহণ করেননি।










