কালিদাসপুরে জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিসঃ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক সাধারণ সভার আয়োজন করে।
বিকাল তিনটায় পারকুলা মন্ডল পাড়ায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ও জেলা কর্মপরিষদ সদস্য মোঃ আলতাফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির মোঃ শফিউল আলম বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মামুন রেজা, সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আক্তারুজ্জামান, ইউনিয়ন জামায়াতের আমির মোঃ আসাদুল হক এবং সেক্রেটারি মোঃ সাদ্দাম হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ সুরুজ আলী।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "দ্বীনের কাজ বেগবান করতে দাওয়াতী কাজের কোনো বিকল্প নেই। তাই আমাদের এ কাজে অব্যাহতভাবে নিয়োজিত থাকতে হবে।"