
মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিস্ফোরকের একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার( ২৪ এপ্রিল) শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৯ টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা জব্দ করে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের একটি অভিযানের দল। এসময় বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন ল্যাফটেন্যান্ট গোলাম কিবরিয়া। তিনি আরো বলেন, জেলার বাইরে আছি। জব্দ বিস্ফোরক গুলো ব্যাটালিয়ন সদরে আনা হচ্ছে। সেগুলো দেখার পর বিস্তারিত জেনে রাত ৮ টার দিকে গণমাধ্যম কর্মীদের বিস্তারিত জানানো হবে। বিপুল সংখ্যক বিস্ফোরক সীমান্ত কেন নেওয়া হয়েছে তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
ভিউ: ১৭০










