দাদপুরে মাওলানা সুলতান আহমদ পাঠাগার ও মানবাধিকার অপরাধ তদন্ত সংস্থার কার্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ (১২ এপ্রিল) শনিবার নোয়াখালী সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড হুগলি কাজী মার্কেট এলাকায় মাওলানা সুলতান আহমদ পাঠাগার ও আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী অপরাধ তদন্ত সংস্থার উপজেলা শাখা কার্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন করেন সংগঠনটির জেলা কমিটির সভাপতি কাজী শিব্বির আহমেদ। নির্মাণ কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক রাসেদ বিল্লাহ, মোঃ রাফি, হুগলি তালিমুল কোরআন নূরানী হাফেজীয়া ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জহিরুল ইসলামসহ অসংখ্য নেতৃবৃন্দ। আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী অপরাধ তদন্ত সংস্থার নোয়াখালী জেলা সভাপতি কাজী শিব্বির আহমেদ বলেন, এখানে মসজিদ, মাদ্রাসা, মক্তব প্রতিষ্ঠা করেছি,, ভবিষ্যতে মাওলানা সুলতান আহমদ ফাউন্ডেশন ও গন পাঠাগার প্রতিষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী অপরাধ তদন্ত সংস্থার সদর উপজেলা শাখা কার্যালয় নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সামাজিক ও মানবিক কাজ গুলো ধারাবাহিক ভাবে চলতে থাকবে।