বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ‘দাওয়াতি পক্ষ’ উপলক্ষে জামজামি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বেগুয়ারখালি জামে মসজিদ প্রাঙ্গণে এক দাওয়াতি সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বুধবার মাগরিবের নামাজ শেষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোমতাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি আব্দুস সাত্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আমীর প্রভাষক শফিউল আলম বকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব স্তরেই ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে দাওয়াতি কাজের বিকল্প নেই। আমাদের প্রতিটি সদস্যের দায়িত্ব হলো আল্লাহর বাণীকে মানুষের কাছে পৌঁছে দেয়া, তাদের হৃদয়ে তাকওয়া ও নৈতিকতার আলো ছড়িয়ে দেয়া।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর আসাদুজ্জামান সোনা মাস্টার, উপজেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসেন ও তরিকুল ইসলাম, জামজামি ইউনিয়ন আমীর ফজলুল হক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর সেলিম উদ্দিন, নায়েবে আমীর রফিকুল ইসলাম, সেক্রেটারি শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারি নুর ইসলাম ও আশরাফুল ইসলাম, ইউনিয়ন প্রচার সম্পাদক নাসির উদ্দীন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, আকবর আলী প্রমুখ। বক্তারা ইসলামী সমাজ প্রতিষ্ঠায় দাওয়াতি কাজের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন এবং বলেন বর্তমান সমাজে ধর্মীয় ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামী দাওয়াতের বিকল্প নেই। আমাদের উচিত ইসলামের আহ্বানকে ঘরে ঘরে পৌঁছে দিয়ে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা। সভা শেষে এলাকায় দাওয়াতি লিফলেট বিতরণ ও ঘরে ঘরে সংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়। উল্লেখযোগ্য ছিল সভায় ধর্মীয় অনুভূতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের আবহ, যা এলাকাবাসীর মাঝে ইতিবাচক প্রভাব ফেলে।