জামাল উদ্দীন : কক্সবাজার টেকনাফ সড়কের রামু খুনিয়া পালং শফি আলম মেম্বারের রাস্তার মাথায় রামু থানা পুলিশের টহলরত সিএনজি গাড়ি থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আব্দুর ছফুর (৩৫) নামে এক ডাকাতকে আটক করে রামু থানা পুলিশ। আটককৃত ডাকাত রামু খুনিয়া পালং জমিরাকাটা এলাকার মৃত সৈয়দ আলম ছেলে। এসময় ঘটনাস্থল থেকে ০১টি কিরিচ, ০২টি ধারালো দা, ০৫টি লোহার রড, ০১টি চাইনিজ টিপ ছুরি এবং ০২টি লাঠি জব্দ করা হয়।