অবকাঠামো উন্নয়নে মতবিনিময় সভা ও উন্নয়নমূলক কাজের পরিদর্শন
Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ : চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আইইউজিআইপি রিভিউ প্রকল্পের কাজের ওপর টিএলসিসি, ডব্লিউসি, লিনিক সদস্যদের নিয়ে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।প্রথমে রহনপুর পৌর সভার হল রুমে বুধবার ( ২৩ এপ্রিল) সকালে রহনপুর পৌর সভার আয়োজনে এক মতবিনিময় সভা ও পরে রহনপুর পৌর সভার বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা গুলো অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রহনপুর পৌর প্রশাসকের দাযিত্বে থাকা গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মিঃ কিয়াথু সিনিয়র আরবান ডেভলমেন্ট স্পেশালিস্ট সংগ্রহ মিশনের সম্মানিত দলনেতা লিডার,মিঃ অমিত দত্ত রায় সিনিয়র প্রজেক্ট অফিসার ও কো- টিম লিডার, মিঃ কারলস বাটারডা আরবান ডেভেলপমেন্ট মিজ আইভি ক্যাথেরিন ভিজন প্রজেক্ট এনালিস্ট আব্দুল বারেক প্রজেক্ট ডিরেক্টর,খাইরুল হক রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা, আরো উপস্থিত ছিলেন, পৌর কর্ম সম্পাদন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ মত বিনিময় সভা শেষে তারা রহনপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শনে যান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31