মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলায় ৫৫০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। আজ( বুধবার ২৩ এপ্রিল)বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিলুফা সরকার , উপজেলা নির্বাহী অফিসার নাচোল চাঁপাইনবাবগঞ্জ। এ সময় নাচোল উপজেলা চত্বরে এ প্রণোদনা কৃষকের মাঝে বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ আকরাম, নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, কৃষি বিভাগের কর্মকর্তাগণ।কৃষি কর্মকর্তা জনাব সালেহ আকরাম জানান, চলতি আউস মৌসুমে উপজেলার ৫৫০০ বিনামূল্যে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ও ১০ কেজি এমওপি সার জনপ্রতি কৃষি প্রণোদনা প্রদান করা হয়।