
২৩ এপ্রিল ২০২৫ (বুধবার): আলমডাঙ্গার হাজী মোড়ে অবস্থিত লায়লা কনভেনশন সেন্টার, লিয়াকত টাওয়ারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেলা ৪টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে ইসলামি মূল্যবোধ ও নৈতিকতা প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারী ও চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর শাখার আমির মোঃ মাহের আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আলতাফ হুসাইন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া (মিলন), সেক্রেটারি, আব্দুল্লাহ আল মামুন,বীর মুক্তিযোদ্ধা ডাঃ লিয়াকত আলী , বিশিষ্ট ব্যবসায়ী হাজী সিন্দুর মিয়া এবং কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের। আলমডাঙ্গা পৌর শাখার সেক্রেটারি মোঃ মোসলেম উদ্দিন অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন। বক্তারা সমাজে ন্যায় প্রতিষ্ঠা, ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার প্রসার এবং কুরআন-সুন্নাহ অনুযায়ী সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়ার মাধ্যমে কার্যক্রম শেষ হয়। অনুষ্ঠানের এক বিশেষ অংশে, জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার উদ্যোগে ১০ জন অসহায় মানুষের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।










