মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপে অন্তত ৪ টি ককটেল বিস্ফোরণে ৫ আহত হয়েছেন।এছাড়া ঘটনাস্থল থেকে আরো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে জেলা শহরের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন শহরের হুজরাপুর এলাকার কার্তিক চৌধুরী ছেলে বিদ্যুৎ চৌধুরী, বগুড়ার সূত্রাপুর এলাকার বাসিন্দা, হাসপাতালের পরিছন্নতা কর্মী মোঃ রনি মিয়াসহ আরো তিনজন।স্থানীয়রা জানান, নিমতলা মেথরপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে জরায় কিশোর গ্যাঙ্গের দুইটি গ্রুপ।এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে চারটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণে আহতদের স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম জানান, এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশ কাজ করছে।