
তৌহিদ : মাগুরা সেনা-ক্যাম্পের গোয়েন্দা কর্তৃক গৃহীত তথ্যের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানার অন্তর্গত মীরপাড়া এলাকায় অস্ত্রসহ সন্ত্রাসী মৌশান খান সহ ৩ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে যে সকল অস্ত্র উদ্ধার করা হয় তা হলো-
১! ওয়ান শুটারগান -২ টি
২! এঢ়ামুনেশন -১৫ রাউন্ড
৩! রামদা-১ টি
৪! চাপাতি – ১ টি
৫! চাইনিজ কুড়াল -১ টি
৬! দা-২ টি
গ্রেফতারকৃত ৩ জন হলো-
১! মৌশন শেখ পিতা – জাহিদ শেখ
২!শাওন শেখ পিতা – বাবু শেখ
৩।নয়ন শেখ পিতা বাবু শেখ
আসামীদের জব্দকৃত মালামাল সহ মাগুরা সদর থানা হস্তান্তর করা হয়েছে বলে মাগুরা সেনা ক্যাম্প সূত্রে জানানো হয়েছে।
ভিউ: ১৭৪










