
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার পোড়ো বাজার এলাকায় দীর্ঘ ছয় মাস ধরে ড্রেনের নোংরা পানিতে নাকাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে আলিফ উদ্দিন রোডের বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোড় থেকে মূল মাছ বাজার সড়ক পর্যন্ত এলাকায় ড্রেনের পানি জমে থাকায় পথচারী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, এটি পৌরসভার প্রধান প্রবেশপথ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে পৌর কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রতিদিনই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সবাই। এক পথচারী বলেন, “এই রাস্তাটাই পৌরসভার মুখ্য প্রবেশপথ। বছরের পর বছর দেখি এখানে পানি জমে থাকে। অথচ কখনো স্থায়ী সমাধান নেওয়া হয়নি।” আরেকজন ক্ষুব্ধ হয়ে বলেন, “যানবাহন গেলে ড্রেনের নোংরা পানি ছিটকে গায়ে পড়ে। নামাজ-কালাম তো দূরের কথা, পুরো শরীর নোংরা হয়ে যায়। এটা কি বাসযোগ্য শহরের চিত্র?” এক দোকানদার বলেন, “ক্রেতারা দোকানের সামনে দাঁড়াতেই চায় না। দুর্গন্ধে কেউ বেশিক্ষণ থাকে না, বেচাকেনা তো প্রায় বন্ধের পথে।” একজন রিকশাচালক জানান, “রাস্তা দিয়ে যেতে গেলে রিকশা চালানো কঠিন হয়ে পড়ে। পানিতে চাকা আটকে যায়, কখনো হেলে পড়ে যাই। অথচ কেউ দেখার নেই।” এ বিষয়ে ২২ এপ্রিল, মঙ্গলবার এসএফ টিভি কে বলেন আলমডাঙ্গা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, “আসলে বিষয়টি আমার জানা ছিল না। তবে এখন যেহেতু জানতে পেরেছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়রা দ্রুত স্থায়ী সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তাঁদের দাবি, পৌরসভার ন্যূনতম নাগরিক সুবিধার নিশ্চয়তা দেওয়া হোক এবং ড্রেনেজ ব্যবস্থার জরুরি সংস্কার কার্যক্রম শুরু করা হোক।










