
তৌহিদ : মাগুরা ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাগুরা জেলার সদর থানার অন্তর্গত আবালপুর গ্রামের মোঃ এলিচ হোসেন (৩৭) এর বাসায় অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য রয়েছে। এরই প্রেক্ষিতে সোমবার ২১ এপ্রিল রাত ৮.৪৫ ঘটিকায় মাগুরা আর্মি ক্যাম্পের এর নেতৃত্বে পরিচালিত টহল দল কতৃক একটি ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ৫ জন সন্ত্রাসীর নিকট থেকে ১১৬ বোতল ফেনসিডিল ও নগদ ৩৬,০০০.০০ (ছত্রিশ হাজার টাকা) জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থল হতে যে ৫ জন আসামিকে গ্রেফতার করা হয় তারা হলো- ১। মোঃ এলিচ হোসেন (৩৭)
পিতাঃ মৃত আবুল কালাম
গ্রামঃ আবালপুর
থানাঃ মাগুরা সদর
জেলাঃ মাগুরা
২। মোঃ সজিব মাহমুদ (৩৩)
পিতাঃ মৃত আবুল কালাম মোল্যা
গ্রামঃ আবালপুর
থানাঃ মাগুরা সদর
জেলাঃ মাগুরা
৩। মোঃ মোঃ হাসান শরিফ (৪৫)
পিতাঃ মৃত শরীফ রবিউল ইসলাম
গ্রামঃ কাউন্সিলপাড়া
থানাঃ মাগুরা সদর
জেলাঃ মাগুরা
৩। সোহানা আফরিন (২৭)
স্বামী: মোঃ সজিব মাহমুদ
গ্রামঃ খলিশাখালী
থানাঃ মহম্মদপুর
জেলাঃ মাগুরা
৫। আখি বেগম (২৬)
স্বামী: মোঃ এলিচ হোসেন
গ্রামঃ আবালপুর
থানাঃ মাগুরা সদর
জেলাঃ মাগুরা অভিযান শেষে অভিযানে গ্রেফতারকৃত আসামিদেরকে জব্দকৃত মালামালসহ মাগুরা জেলা “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরা” এর নিকট হস্তান্তর করা হয়।










