জাবির আহম্মেদ : জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে অবস্থিত ইসলামপুর অডিটোরিয়ামের সামনে, টিএনটি (ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ) অফিস সংলগ্ন কালভার্টের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, সকাল ১০ টার দিকে পথচারীরা কালভার্টের নিচে একটি মানুষের পা পানির বাইরে বের হয়ে থাকতে দেখেন। লুঙ্গি পরিহিত ওই ব্যক্তির শরীরের বাকি অংশ পানির নিচে ছিল। বিষয়টি দেখতে পেয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল মোহসিন হাসান শ্রাবণ বলেন, এমন ঘটনা আমাদের এলাকায় আগে ঘটেনি। আমরা খুবই উদ্বিগ্ন। আশা করি প্রশাসন দ্রুত বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানাবে। আরেক স্থানীয় বাসিন্দা সাদিয়া আক্তার ইশা বলেন, সকালে বাজারে যাওয়ার পথে দেখি কালভার্টের নিচে লাশ পড়ে আছে। খুব ভয় পেয়েছি। এখন আমরা রাতে বাইরে বের হতে ভয় হচ্ছে।পুলিশ জানিয়েছে, লাশের পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাগুলিতে তথ্য পাঠানো হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।