
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১০ (একশত দশ) গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ২১ এপ্রিল ২০২৫ ইং তারিখে সকাল ৭টা ৪৫ মিনিটে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন এবং ওসমানপুর পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দ গোপন সংবাদের ভিত্তিতে হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের শাহেরবাগান এলাকা থেকে অভিযান পরিচালনা করেন। অভিযানে মোঃ শাকিল আলী (২৩), পিতা- মৃত নুর ইসলাম, সাং- ওসমানপুর শাহেরবাগান, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাকে ১১০ গ্রাম গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়। আটককৃত শাকিল আলীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা নং-৪০, তারিখ- ২১/০৪/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










