চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে বার্ষিক পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ এপ্রিল ২০২৫, বিকেল ৪টায় ক্যাম্পটি পরিদর্শন করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। পুলিশ সুপার ক্যাম্পে কর্মরত অফিসার ও ফোর্সের খাবার, আবাসন, লজিস্টিকস, ছুটি সহ অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের কর্মপরিবেশ উন্নত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি ক্যাম্প ইনচার্জসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এলাকায় নিয়মিত টহল জোরদার, মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল, এবং চুরি, ছিনতাই ও ডাকাতি দমন সংক্রান্ত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। পরিদর্শন শেষে হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পুলিশ সুপার স্থানীয়দের সহায়তায় মাদক ও চোরাকারবারি দমনে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। সেই সঙ্গে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধেও সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ। পুলিশ সুপার বলেন, “আইনানুগ সেবা প্রত্যাশীরা যেন দ্রুত ও নির্ভরযোগ্য পুলিশী সহায়তা পান, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। জনবান্ধব পুলিশিং ব্যবস্থা প্রতিষ্ঠায় স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ জরুরি।”