চুয়াডাঙ্গা, ২১ এপ্রিল ২০২৫ — চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ সকাল ১০:৩০টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। মার্চ ২০২৫ মাসের সার্বিক অপরাধ চিত্র, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, আসামি গ্রেফতারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় জেলার বিভিন্ন এলাকায় রাত্রিকালীন টহল বৃদ্ধি, হোন্ডা মোবাইল টিমের সক্রিয়তা, জাল টাকা, অজ্ঞান পার্টি, মলম পার্টি চক্রসহ বিভিন্ন অপরাধীচক্রের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মাদক, অবৈধ অস্ত্র-গুলি ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযানের গতিশীলতা আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। পুলিশ সুপার বলেন, “জেলায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পুলিশ সদস্যকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। গুজব ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে হাইওয়ে ও লোকাল রাস্তায় টহল আরও জোরদার করা হবে। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), ডিআইও-১ (ডিএসবি), জেলার সব থানার অফিসার ইনচার্জসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা। চুয়াডাঙ্গা জেলা পুলিশের এই উদ্যোগ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় মত প্রকাশ করা হয়।