
দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় চলমান এস,এস,সি ও সমমান পরীক্ষার্থীদের জন্য সহায়তা কেন্দ্র স্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আলমডাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ শাখা। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার সামনে স্থাপিত এই সহায়তা কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ঠান্ডা পানি, খাবার স্যালাইন, প্রাথমিক চিকিৎসা সেবা এবং কলম, পেন্সিল, স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। এই কার্যক্রম ১০ এপ্রিল ২০২৫ থেকে শুরু হয়ে পরীক্ষার শেষ দিন পর্যন্ত চলবে। সহায়তা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিথা। আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসনাত রিংকু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, পৌর ছাত্রদলের সদস্য রিয়াজুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাওন পারভেজ, পৌর ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাকিল উজ্জামানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মোমিন মালিথা বলেন, “গ্রীষ্মের তীব্র গরমে পরীক্ষার্থীদের কষ্ট লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির দেশব্যাপী ছাত্রদল নেতাকর্মীদের এমন মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন।” এই উদ্যোগে উপস্থিত ছাত্রদল নেতারা জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে থেকে ভবিষ্যতেও এমন জনসেবামূলক কাজ অব্যাহত রাখবে ছাত্রদল।










