
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় এক জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”—এই মূল স্লোগানে আয়োজিত সমাবেশটি অনুষ্ঠিত হয় ২০ এপ্রিল, রবিবার বাদ আসর জামজামি পাঁচলিয়া বাজারে। বিট নং-১৩ এর আওতায় জামজামি পুলিশ ক্যাম্পের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে মাদক, সন্ত্রাস, ডিজিটাল প্রতারণা, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত বক্তারা “তথ্য দিন, সেবা নিন” এই বার্তা তুলে ধরে জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানা তদন্ত ওসি আজগার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামজামি পুলিশ ক্যাম্প ইনচার্জ অফিসার শ্রী সঞ্জিত কুমার বাবু। সমাবেশে সভাপতিত্ব করেন জামজামি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ আহমেদ। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি নাজমুল করিম মিল্টন। এছাড়াও উপস্থিত ছিলেন—ওলামা দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক ডা. মামুন হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা ডা. মমিন আলী, নুর ইসলাম, স্বেচ্ছাসেবক দল চুয়াডাঙ্গা জেলা সহ-সভাপতি মো. মিজানুর রহমান, জামজামি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. হাসান আলী, কৃষক দল জামজামি ইউনিয়ন সভাপতি ফারুক আহমেদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শফি আহমেদ, ৮ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মো. বাবুল হাসান বাবু, ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. মতিয়ার রহমান, ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. রাশেদুজ্জামান রাজিব, পাচলিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আব্দুল মোমিন প্রমুখ। এলাকাবাসী পুলিশ প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি সামাজিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










