চাহিদার তুলনায় পর্যাপ্ত কম্পিউটার না থাকায় চুয়াডাঙ্গা জেলার পাঁচটি থানা, কোর্ট ও রিজার্ভ অফিসে দাপ্তরিক কাজের সুবিধার্থে কম্পিউটার সরবরাহ করা হয়েছে। আজ ২০ এপ্রিল ২০২৫, বেলা ১২:৩০ টায় পুলিশ সুপার কার্যালয়ের অফিসকক্ষে সংশ্লিষ্ট ইউনিটসমূহের মাঝে পিসি, মনিটর, মাউস, কী-বোর্ডসহ প্রয়োজনীয় কম্পিউটার সরঞ্জামাদি হস্তান্তর করা হয়। পুলিশ সুপার, চুয়াডাঙ্গা বলেন, এসব কম্পিউটার সরঞ্জাম থানাসমূহের দাপ্তরিক ও তদন্ত কার্যক্রমকে ত্বরান্বিত করবে এবং সেবা প্রত্যাশীদের মানসম্পন্ন সেবা প্রদান নিশ্চিত করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), ডিআইও-১ (ডিএসবি), ও জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ।