চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে ২০ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ, শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় জেলা পুলিশের এপ্রিল মাসের মাসিক কল্যাণ সভা। সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। সভায় পুলিশ সুপার উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং পূর্ববর্তী সভার আলোচিত বিষয়গুলোর অগ্রগতি ও সমাধান তুলে ধরেন। থানা, ক্যাম্প ও ফাঁড়ির চাহিদার ভিত্তিতে সরবরাহ করা হয় টিভি, ফ্যান, স্বাস্থ্যবিধান সামগ্রী, ক্রোকারিজসহ বিভিন্ন দাপ্তরিক সরঞ্জাম। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে ভূমিকা রাখায় ৮ জন পুলিশ সদস্যকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। পুলিশি কার্যক্রমে যানবাহনের ঘাটতি পূরণে সভা শেষে জীবননগর থানাধীন রায়পুর পুলিশ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে সরবরাহ করা হয় একটি পিকআপ গাড়ি। এতে করে পুলিশি সেবার গতিশীলতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), ডিআইও-১, ডিএসবি, সকল অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, টিআই (প্রশাসন), ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।