মোঃ ইলিয়াছ খান : ফরিদপুরের সালথায় রবিউল ইসলাম ৩০ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ১৯ এপ্রিল, দুপুরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামের খালপাড় থেকে পুলিশ লাশ টি উদ্ধার করে। নিহত রবিউল ইসলাম ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রায়কাইল গ্রামের হানিফ ব্যাপারীর ছেলে জানা যায়, কৃষি কাজের জন্য বোয়ালমারী উপজেলার বাবুর বাজার এলাকায় কামলা দিতে যান রবিউল। গত মঙ্গলবার ১৫ এপ্রিল কৃষিকাজ শেষে যেই বাড়ি কাজে গিয়েছিলেন তার একটা গাছে ওঠে ডাল কাটার জন্য। এ সময় বিদ্যুতের তারের সাথে স্পষ্টে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় গত শুক্রবার হাসপাতাল থেকে মায়ের বাড়ি যদুনদীতে চলে আসেন রবিউল। ঐদিন রাতে তিনি মারা যান, বলে খবর পেয়ে পুলিশ আজ শনিবার দুপুরে যদুনন্দী থেকে লাস্ট উদ্ধার করে থানায় নিয়ে আসে। সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আতাউর রহমান বলেন, বিদ্যুৎ স্পুষ্টে আহত যুবকের খবর পেয়ে যদুনন্দী গ্রামে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।