চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মোছাঃ জান্নাতুল ফেরদাউস ঊষা হস্তশিল্পে দক্ষতা কাজে লাগিয়ে নিজেকে গড়ে তুলেছেন একজন উদ্যোমী নারী উদ্যোক্তা হিসেবে। সংসারের কাজ সামলে ঘরে বসেই তৈরি করছেন নানান ধরনের পণ্য, যা দিন দিন স্থানীয় বাজারে জনপ্রিয়তা পাচ্ছে। ঊষা জানান, “অনেক বছর আগে মায়ের কাছ থেকে কুশিকাটার কাজ শিখেছিলাম। তবে তখন নানা কারণে নিয়মিত করা হয়নি। এখন সময়ের ফাঁকে সেই কাজই আবার শুরু করেছি। শুধু সময় কাটানোর জন্য নয়, বরং কাজের প্রতি ভালোবাসা থেকেই আবার হাতে নিয়েছি সুই-সুতার কাজ। এখন ক্রেতাদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছি।” তিনি বর্তমানে তৈরি করছেন কুশিকাটার চাদর, মাফলার, বেনী টুপি, মেয়েদের জামা, টেবিল ম্যাট, সোফা কভার, বাচ্চাদের জুতা, বাচ্চাদের চুলের কিলিপ, মাথার ব্যান্ড, ব্যাগ, নামাজের টুপি, গা মাজুনি—এবং আরও নানা ধরনের শৌখিন ও প্রয়োজনীয় হস্তশিল্প পণ্য। প্রতিটি পণ্যে থাকে নিজস্ব ডিজাইন ও নিখুঁত কারুকাজের ছাপ। নারীদের স্বাবলম্বিতার বিষয়ে তিনি বলেন, “আমাদের অনেকেরই হাতের কাজের দক্ষতা আছে, কিন্তু উৎসাহ বা উপযুক্ত পরিবেশের অভাবে সেটা কাজে লাগাতে পারি না। আমি চাই, অন্য নারীরাও এই ধরনের কাজের মাধ্যমে ঘরে বসেই আয়ের পথ গড়ে তুলুক।” জান্নাতুল ফেরদাউস ঊষার কাজ ইতোমধ্যে স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। এখন তিনি স্বপ্ন দেখছেন বড় পরিসরে তার হস্তশিল্প ছড়িয়ে দেওয়ার। যারা তার তৈরি পণ্যে আগ্রহী, তারা সরাসরি যোগাযোগ করলেই অর্ডার করতে পারবেন বলে জানিয়েছেন তিনি।