এম. টুকু মাহমুদ : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে, আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হরিণাকুণ্ডু উপজেলার জামায়াতের সমর্থিতদের মধ্য থেকে পোলিং এজেন্ট দেওয়ার লক্ষ্যে, যে সকল ব্যক্তিকে দলীয়ভাবে যাচাই করেছেন তাদেরকে দক্ষ পোলিং এজেন্ট তৈরি করার জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। শুক্রবার ১৮ এপ্রিল সকাল ৯ টায় থেকে ১১.৩০ টায় পর্যন্ত উপজেলা অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে, প্রশিক্ষণ কর্মশালায় বাবুল হোসেন সভাপতিত্বে ও মাস্টার ইদ্রিস আলীর সঞ্চালনায়। উক্ত কর্মশালাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ঝিনাইদহ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গণমানুষের প্রিয় নেতা আধুনিক ঝিনাইদহের রুপকার ও রোল মডেল গড়ার দীহপ্রত্যয় নিয়ে আপনাদের সপ্নদ্রষ্টা আলী আজম, মোঃ আবুবকর, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আগামী ঝিনাইদহ পৌর নির্বাচনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আধুনিক ও স্বচ্ছ পৌরসভা বিনির্মানের সপ্নদ্রষ্টা মোঃ আব্দুল আলিম, জেলা নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাজুল ইসলাম জেলা সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রশিক্ষণ কর্মশালার শুরুতেই নেতারা দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন, হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী,আধুনিক উপজেলা বিনির্মান,স্বচ্ছ ও সৎ এবং জবাবদিহিতার প্রশাসন গড়ার অঙ্গীকারের বদ্ধপরিকর , হরিণাকুণ্ডু উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর, বাবুল হোসাইন মাষ্টার, উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের পোলিং এজেন্টদের সাথে পরিচয় করিয়ে দেন অতিথি মহোদয়দের সঙ্গে।