মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পোল্লাডাংগা স্বর্নকাপ ফুটবল প্রতিযোগিতা পরিষদ ২০২৫ এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পোল্লাডাংগা দীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (১৮ এপ্রিল) উক্ত ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেন আলিনগর ফুটবল দল বনাম বালিয়াদীঘী ফুটবল দল। উক্ত খেলাটি পরিচালনা করেন মোহাম্মদ সামিরুল ইসলাম গাজী। এ সময় উপস্থিত ছিলেন অত্র টুর্নামেন্টের সকল সদস্যবৃন্দ। আরো উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম অবসর প্রাপ্ত শিক্ষক ময়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ আব্দুল বারী অবসরপ্রাপ্ত শিক্ষক, সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সেক্রেটারি মোঃ মাসুদ রানা, সম্পাদক মোঃ জামিরুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত সেনা সদস্য ইসমাইল হোসেন, এছাড়া এলাকার গণ্যমান্য সকল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজকের খেলায় সেমি ফাইনাল ম্যাচে বালিয়াদীঘী ফুটবল দল জয় লাভ করে। এ সময় পোল্লাডাঙ্গা স্বর্ণ কাপ ফুটবল প্রতিযোগিতা পরিষদ ২০২৫ এর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানানো হয়।