মাছ না পেয়ে ছিপে কামড় পাইকগাছায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যাচার
Spread the love

পাইকগাছার লস্কর ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা তকমা সহ ঘের দখল ও লুটপাটের ঘটনা জড়িয়ে থানায় অভিযোগ হয়েছে। এদিকে স্থানীয়দের অভিমত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানার জনপ্রিয়তার কারণে ঈর্ষান্বিত হয়ে এ ধরনের অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট তথ্য সূত্রে জানা যায়, গত বুধবার (১৬ এপ্রিল) লস্করের খড়িয়া ঢেমসাখালী মৌজায় আবু সিদ্দিক সানা পরিবারের চিংড়ি ঘেরে প্রতিবেশী রুহুল আমীন সানা নেট দিয়ে দখল চেষ্টা করলে তা ব্যর্থ হয়। পরবর্তীতে বৃহস্পতিবার রুহুল আমীন সানার মা রুপবান বিবিকে বাদী করে সিদ্দিক সানার ছেলে বর্তমান লস্কর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর সানা সহ তার পরিবারের ৯ ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। জানা গেছে, খড়িয়া ঢেমসাখালী মৌজায় সিদ্দিক সানার পরিবারের নিজস্ব ৫০ ও হারিতে ১০ বিঘা মিলিয়ে ৬০ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে চিংড়ি ঘের করে আসছে। এ নিয়ে কোথাও কোন অভিযোগ হয়নি। তবে, এ চিংড়ি ঘেরভুক্ত ৩৭ শতক জমি’র হারির টাকা দাবি করে প্রতিবেশি দরবেশ সানার ছেলে রুহুল আমীন সানা বাদি হয়ে আবু সিদ্দিক সানা,আম্বারুল সানা,আলেক সানা,রশীদ গাইন,সাত্তার গাইন গংদের বিরুদ্ধে পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর-৫৩০/২২ মামলা করেন। এ মামলায় সিদ্দিক সানার ছেলে বর্তমান লস্কর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানার নাম কিন্তু শ্রেনীভুক্ত ছিলনা। সুত্র বলছেন, আদালত মামলার নথি পর্যালোচনান্তে গত ১৫-১২-২৪ তারিখে বিজ্ঞ বিচারক আনোয়ারুল ইসলাম আসামীদের অব্যাহতি দিয়ে মামলাটি নথিজাত করার আদেশ দেন। এ ঘের থেকে দীর্ঘদিন পরে রহুল আমিন জমি দাবি করে দখলের চেষ্টা করলে মূলত বিরোধের সৃষ্টি হয়। এ বিষয়ে লস্কর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আনোয়ারুল কাদির জানান, রুহুল আমীন ১,৬৮ শতক জমি দাবি করে ভরা মৌসুমে এ ঘেরের ভিতর বাঁধ দিয়ে জমি পৃথক করতে চাইলে আমরা বিশিষ্টজনদের মধ্যস্ততায় দু’পক্ষের মধ্যে আলোচনান্তে আগামী পৌষ মাসে রুহুল আমীন তার জমি পৃথক করে নিবেন মর্মে এক প্রকার সমাধান হয়। তবে, সিদ্দিক সানার বড় ছেলে আলমগীর সানা জানান, আমার আব্বা অসুস্থ্য বিধায় এ চিংড়ি ঘেরটি দেখভাল করেন আমার ছেলে পাপ্পু। তিনি আরোও বলেন, ২০২৪ সাল পর্যন্ত রুহুল আমীনের হারি টাকা পরিশোধ ও হারি খাতায় তার স্বাক্ষর রয়েছে। যে কারনে সে আদালতে মামলা করলেও বিজ্ঞ বিচারক মামলাটি নথিজাত করেন। এ বিষয়ে লস্করের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা জানান, যেহেতু আমি জনপ্রতিনিধি একারণে কোন প্রকার বিতর্কে জড়াতে চাই না। এজন্য পরিবারের সাথে কথা বলে আগামী পৌস মাসে রুহুল আমীনের জমি ছেড়ে দিতে চেয়েছি। এর পরেও সে ভরা মৌসুমে গত বুধবার লোকজন নিয়ে নেট দিয়ে ঘেরভুক্ত জমি দখল চেষ্টা চালায়। তিনি প্রশ্ন রেখে বলেন, আমি যদি ২২ বছর ধরে চিংড়ি ঘের করব,তা হলে আদালতে সিআর-৫৩০/২২ হারির টাকার মামলায় আমা’র নাম কেন আসামী শ্রেনীভুক্ত করা হয়নি? তিনি অভিযোগ করেন আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই। তৃতীয় পক্ষের ইন্ধনে রুহুল আমীন আমার ও আমার পরিবারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে আওয়ামীলীগের তকমা লাগিয়ে ফাঁয়দা লুটতে চাইছে। এ বিষয়ে ওসি মোঃ সবজেল হোসেন জানান, যেহেতু জায়গা-জমির বিষয়, সেহেতু তদন্ত বা আলোচনা সাপেক্ষে দু’পক্ষের মধ্যে মিমাংসার চেষ্টা করা হবে। এদিকে স্থানীয়দের অভিমত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানার জনপ্রিয়তার কারণে ঈর্ষান্বিত হয়ে এ ধরনের অভিযোগ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31