তৌহিদ : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাগুরা মেডিকেল কলেজ মাগুরা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার আশঙ্কা কেটে গেছে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মাগুরাতে অতি সম্প্রতি প্রেস সচিব শফিকুল আলমের সাম্প্রতিক পরিদর্শন ও আশ্বাসের ভিত্তিতে নিশ্চিত হয়েছে যে,মাগুরা মেডিকেল কলেজ আপাতত এখানেই থাকছে। শুক্রবার ১৮ এপ্রিল মাগুরা মেডিকেল কলেজ প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখেন প্রধান উপদেষ্টার এই প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তার সাথে ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ মাগুরার অনেক সচেতন জনসাধরণ। কলেজের অবকাঠামো ও সার্বিক পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। প্রেস সচিব শফিকুল আলম জানান, “সরকার এই মেডিকেল কলেজটিকে মাগুরাতেই রাখতে আগ্রহী। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ খবর শুনে মাগুরাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কলেজ স্থানান্তরের গুঞ্জন শুনে তাঁদের মনে যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছিল, বর্তমানে তা অনেকটাই কেটে গেছে। মাগুরাবাসী এ খবরে প্রধান উপদেষ্টা সহ তার মন্ত্রী পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।