চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) সংলগ্ন পুলিশ ব্যারাক থেকে শামিম হোসেন (৩০) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে ব্যারাকের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শামিম হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর থানার জুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে কর্তব্যরত ছিলেন এবং ব্যারাকের একটি কক্ষে একাই বসবাস করতেন। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শামিম হোসেন তার ডিউটিতে উপস্থিত না হওয়ায় সহকর্মীরা তাকে ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে তারা সন্দেহবশত দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন। এরপর তারা ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শামিমের মরদেহ দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, “শামিম নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।