মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইটভাটা গুলি সরকারি নিয়ম নীতি, স্থাপন আইন ও ইট প্রস্তুত না মানার কারণে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৫ টি ইটভাটাকে বিভিন্ন নিয়ম নীতি না মানার কারণে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের উদ্যোগে, জেলা পুলিশ প্রশাসন, ভোলাহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, রেব ৫ এর সার্বিক সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় অবস্থিত বিভিন্ন ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ইট স্থাপন( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩(সংশোধিত ২০১৯) এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মোঃ রবিউল আলম, পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড ইনফোর্সমেন্ট উইং,সদর দপ্তর ঢাকা। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদসহ অত্র দপ্তরের কর্মচারীবৃন্দ মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর অফিস সূত্রটি বলেন, ভোলাহাট উপজেলায় অবস্থিত সকলে ইটভাটাগুলির মধ্যে ১-মেসার্স মদিনা ব্রিকস ফিল্ড ২- মেসার্স সেভেন স্টার ব্রিকস ৩-মেসার্স হিরো ব্রিকস ৪-মেসার্স জে টাটা ব্রিকস ফিল্ড ৫ -মেসার্স মেঘনা জিকজ্যাগ ব্রিকস। প্রতিটি ভাটা কে ১ লক্ষ টাকা করে জরিমানা আদায়সহ প্রতিটি ভাটা কে ড্রেজার চালিয়ে ভেঙ্গে দেওয়া ও তাদের সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় বলে জানান। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ আরও বলেন, জেলার সকল উপজেলায় পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।