বটিয়াঘাটায় রানা রিসোর্ট পার্ক বন্ধের দাবি ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে উত্তাল মানববন্ধন
Spread the love

 প্রতিনিধি: মোঃ ইমরান হোসেন ; ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার : খুলনার বটিয়াঘাটায় গোপালখালির রানা রিসোর্ট পার্ককে কেন্দ্র করে চাঞ্চল্যকর মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় পার্কের সামনেই স্থানীয় ছাত্র ও সাধারণ জনগণের অংশগ্রহণে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আজিম শেখ। বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি আরমান, জুবায়ের হোসেনসহ অনেকে। বক্তারা বলেন, রানা রিসোর্ট পার্কের ভেতরে দীর্ঘদিন ধরে মাদক সেবন, নারী নির্যাতনসহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে একটি চক্র। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে কিছুদিন আগে স্থানীয় ছাত্র ও জনতা পার্কে তালা লাগিয়ে দেয়। তবে অভিযোগ উঠেছে, অল্প কিছুদিনের মধ্যেই ছাত্র সমন্বয়ক পরিচয়ে ওমর হামজা ও তানভীর নামে দুইজন ব্যক্তি মোটা অংকের অর্থের বিনিময়ে তালা খুলে দিয়ে পুনরায় অবৈধ কার্যক্রম চালাতে সহযোগিতা করছেন। বক্তারা আরও দাবি করেন, এই চক্রটি শুধু পার্কই নয়, বটিয়াঘাটার বিভিন্ন ঘের থেকে মাছ লুট এবং তিনটি ইটভাটায় চাঁদা দাবি করেও সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলেছে। মানববন্ধনকারীরা জেলা ছাত্র সমন্বয়ক প্রতিনিধির কাছে এই দুইজনকে বহিষ্কারের জোর দাবি জানান। তারা আরও বলেন, এ বিষয়ে প্রশাসনকে জানানো হলেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, যা তাদের নিরবতা ও উদাসীনতাকে তুলে ধরে। রানা রিসোর্ট পার্কের ম্যানেজার আনিসুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31