
কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনগামী জনপ্রিয় জাহাজ সার্ভিস ‘কেয়ারী সিন্দাবাদ ক্রুজ অ্যান্ড ডাইনের’ অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে টেকনাফ দমদমিয়া বিজিবির বিওপির দক্ষিণ পাশে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে অফিসের একাংশ পুড়ে গেলেও বিজিবির তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, সীমান্ত পরিদর্শনে থাকা বিজিবির একটি দল আগুন দেখতে পেয়ে দ্রুত ব্যবস্থা নেয়। স্থানীয় জনগণের সহায়তায় বিজিবি সদস্যরা প্রাথমিকভাবে পানি ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুর্ঘটনা বিস্তার রোধে কাজ করেন। এসময় অফিস ঘর থেকে চারজনকে নিরাপদে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কেয়ারী সিন্দাবাদ অফিসের নাইট গার্ড আব্দুর রহমান জানান, প্রতিদিন রাতে তিনি ও তৌহিদ নাইট গার্ড হিসেবে দায়িত্ব পালন করেন। রাতের একপর্যায়ে হঠাৎ অফিসের দক্ষিণাংশ থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুরাতন ইঞ্জিন, তেল, লাইফ জ্যাকেট, আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।










