
মো : সোহেল রানা, শ্রীপুর উপজেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় দ্রুতগামী যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় এক অজ্ঞাত মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে ময়মনসিংহগামী একটি সৌখিন পরিবহনের বাস পেছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত তরুণের আনুমানিক বয়স ২৩ বছর বলে জানিয়েছে পুলিশ। তবে তার নাম ও পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সোহাগ আকন্দ জানান, হঠাৎ বিকট শব্দ শুনে রাস্তায় তাকিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় এক তরুণ মাটিতে লুটিয়ে পড়েছেন। পেছন দিক থেকে আসা সৌখিন পরিবহনের বাসটি ধাক্কা দিয়ে দ্রুত সরে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তরুণটি মারা যান। তার মাথা ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ঘটনার পর পেছনে থাকা আরেকটি সৌখিন বাস থামিয়ে স্থানীয় লোকজন ঘাতক বাস সম্পর্কিত তথ্য সংগ্রহ করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন।