https://www.youtube.com/watch?v=rLOIj-cvjKg
এমরান হোসেন সোহাগ : নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৬ এপ্রিল (বুধবার) বিকেলে শত শত মানুষের উপস্থিতিতে স্বৈরাচার সরকার শেখ হাসিনার দোসর, চাটখিল উপজেলার দক্ষিণ অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী খালেদ জুয়েল এর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় এলাকার সকল শ্রেণীর মানুষের উপস্থিতে খালেদ জুয়েলের কৃতকর্মের কথা তুলে ধরেন। এসময় স্থানীয় সাবেক পুলিশ কর্মকর্তা জানান, খালেদ জুয়েল আমার চাকরির অবসরকালীন টাকা আত্মসাৎ ও আমার ছেলেকে গুম করেন, আমি মামলা করতে গেলে আমার মামলা থানায় আমলে নেয়নি। স্থানীয় এক প্রবীন জানান, আমার মৎস্য প্রজেক্টের প্রায় ২ লাখ টাকার মাছের মধ্যে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। স্থানীয় সামাজসেবক লিটন জানান, জুয়েল খালেদ বহু বার আমার বাড়িতে হামলা চালিয়েছেন। বিভিন্ন সময় আমার বাড়ি ভাঙচুর করেন। এলাকায় সকল শ্রেণি পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে বিক্ষোভ করেন, এবং প্রতিবাদী কন্ঠে জানান, খালেদ জুয়েলকে অবিলম্বে গ্রেফতার করে, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। খালেদ জুয়েল উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের হুরু বাড়ীর আমীর হোসেন মাষ্টার এর পুত্র।