
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাধবপুর গ্রামে প্রেমিক ইসমাইল হোসেনের (২২) বাড়িতে প্রেমিকা রত্না খাতুনের (১৫) বিয়ের দাবিতে অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাটি বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে ঘটে। রত্না আলমডাঙ্গা পৌরসভার হাউসপুর এলাকার মোদি ব্যবসায়ী হেকমত মন্ডলের মেয়ে।
https://www.youtube.com/watch?v=rLOIj-cvjKg
রত্না খাতুন বলেন, “ইসমাইল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে নারায়ণগঞ্জে নিয়ে যায় এবং সেখানেই শারীরিক সম্পর্ক করে। এখন সে যোগাযোগ বিচ্ছিন্ন করে পালিয়ে গেছে। আমি এখন শুধু ন্যায়বিচার চাই।” ঘটনাস্থলে ছুটে আসা এলাকাবাসী জানান, ইসমাইল ও তার পরিবার বাড়ির দরজায় তালা দিয়ে গা ঢাকা দিয়েছে। মেয়েটি দরজার সামনে বসে থাকলেও কেউ এগিয়ে আসছে না। স্থানীয় প্রতিবেশী রবিউল ইসলাম বলেন, “এই ছেলে গাঁজা, ইয়াবা খায়—এটা আমরা বহুবার দেখেছি। এলাকার কিছু অসামাজিক ছেলের সাথে মিলে চলাফেরা করে। এর আগেও এরকম একাধিক মেয়ের সাথে সম্পর্কের অভিযোগ শোনা গেছে।” আরেকজন নারী প্রতিবেশী বলেন, “এই মেয়েটি সাহস করে সামনে এসেছে। আগের মেয়েরা লজ্জায় কিছু বলেনি। আমরা চাই প্রশাসন এগিয়ে আসুক। এই ছেলে মানুষের মেয়েদের জীবন নিয়ে খেলছে।” স্থানীয় যুবক নাঈম হোসেন বলেন, “ইসমাইলের বাবা ও বোন এখন টাকার জোরে এলাকায় লোকজনকে ম্যানেজ করার চেষ্টা করছে। তারা চান না ছেলেটির নামে কিছু হোক। কিন্তু আমরা চুপ করে থাকবো না।” এদিকে এলাকায় আলোচিত এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের ভিড় জমে গেছে। সামাজিকভাবে মেয়েটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন অনেকে। বর্তমানে রত্না খাতুন জানিয়েছেন, “আমাকে বিয়ে না করলে আমি এখান থেকে যাব না। এমনকি আত্মহত্যার পথও নিতে পারি। এখন শুধু আইনের সহায়তা চাই।” এখনও পর্যন্ত ছেলেটি বা তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করুক এবং ইসমাইলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।