
তৌহিদ : মাগুরা জেলার শ্রীপুরে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৬ এপ্রিল সকালে শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শ্রীপুর মিনি স্টেডিয়ামে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম,দিপ্তি রানী কর,মোঃ শরিফুল ইসলাম, শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাশেম আলী বিশ্বাস,গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিয়ার রহমান, বরিশাট কাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা রানী কুন্ডু, সারঙ্গদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোয়ার্দার শাহনাজ পারভীন, বরিশাট ব্যাপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ঝর্ণা খানম, হোগলডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসাইন, দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লুর রহমান, পূর্ব শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বাস মোঃ সালাউদ্দিন, তখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশিরুল ইসলাম, হাট শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সাচিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শাহানাজ বেগম, সব্দালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, নোহাটা সোনাতুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তবিবুুল ইসলামসহ আরো অনেকে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহসরকারী শিক্ষকগণসহ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবক মন্ডলী উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে উপজেলার মোট ৮টি ইউনিয়নের বাচাইকৃত ১৬২ + ৮ -=১৭০ জন শিক্ষার্থী ৫৪ টি ইভেন্টে অংশ গ্রহন করে। এদের মধ্যে খ বিভাগ থেকে অংশ নেয়া প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীরা পরবর্তীতে জেলা পর্যায়ে অংশ গ্রহন করবেন বলে জানা গেছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।










