
আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপাল, ১০০ মি.গ্রা. ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল ২০২৫) বিকাল ৫টা ৫৫ মিনিটে আলমডাঙ্গা থানার জেহালা সাকিনের ডেভিট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত নারী মোছাঃ বন্যা খাতুন (৩২), পিতা মৃত আবু বক্কর, স্বামী মোঃ মাসুদ রানা, সাং- বেলগাছী, মুসলিমপাড়া, থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গা। আলমডাঙ্গা থানা পুলিশের এসআই (নিঃ) মোঃ আলমগীর কবীর মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৮, তারিখ- ১৫/০৪/২০২৫)। আলমডাঙ্গা থানার সাফল্য সম্পর্কে বিবৃতি:
আলমডাঙ্গা থানা ওসি মোঃ মাসুদুর রহমান-এর দক্ষ নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সফলতা অর্জিত হচ্ছে। তার কঠোর তদারকি ও দায়িত্বশীল অভিযানের কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সাধারণ জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও সন্তুষ্টি বৃদ্ধি পাচ্ছে।










