মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একই দিনে দুইটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় রহনপুর বড় বাজারের পৌরসভার সামনে থেকে একটি হিরো ডিলাক্স মোটরসাইকেল ও আস্থার রহমান টোল ঘরের সামনে থেকে টিভিএস মেট্রো প্লাস মোটরসাইকেল দুটি চুরি হয়।এ বিষয়ে সচেতন মহলের অনেকেই বলছে এভাবে যদি আইনশৃঙ্খলা অবনতি হয় আর চুরি-চামারি বেড়ে যায় তাহলে আমাদের শখের মোটরসাইকেল রাখা মুশকিল হয়ে যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি না পেলে চুরির সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন তারা। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি রইসউদ্দিন বলেন, শুনলাম মোটরসাইকেল চুরি হয়েছে তবে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি, আসলে ব্যবস্থা নেব।