তৌহিদ : বীর মুসলিম অস্ত্র ধরো ফিলিস্তিন মুক্ত করো"-এই উক্তিকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের উপর ইসরাইল কর্তৃক গণহত্যার প্রতিবাদ মাগুরা জেলায় ইসলামী যুব সংগঠনের আয়োজনে "বিক্ষোভ মিছিল" ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৩ এপ্রিল বাদ আসর মাগুরা শহরস্থ নোমানী ময়দান হতে এ বিক্ষোভ মিছিলটি শহরের ভায়েনা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তগন ইসরায়েলী পণ্য বর্জন সহ ইসরায়েলের সাথে সব ধরনের কর্মকান্ড বর্জনের আহ্বান জানান। এই সমাবেশে শুধু যুব সমাজ নয় বরং মাগুরা জেলার আপামর জনসাধারণ সর্তস্ফুত ভাবে মিছিলে অংশ গ্রহণের মাধ্যমে ইসলামের প্রতি দৃঢ় আনুগত্যের দৃষ্টান্ত স্হাপন করেন। সমাবেশ থেকে যুব নেতারা বলেন, ফিলিস্তিনিকে রক্ষার জন্য ইউনুস সরকারের প্রতি অনুরোধ এদেশের ১৮ থেকে ৬০ বছরের সকল নাগরিককে ভিসা ফ্রী করে দিলে সবাই ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করতে পারবে।ইসলামের জন্য এদেশের প্রতিটি মুসলমান সব সময় জীবন দিতে প্রস্তুত।কাজেই আমাদেরকে এই সুযোগ করে দিলে সরকারের প্রতি মুসলিম বিশ্ব কৃতজ্ঞ থাকবে।