
এম. টুকু মাহমুদ : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ, যৌতুক ও ইভটিজিং এর বিরুদ্ধে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৩ এপ্রিল) দুপুরে ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ মিজানুর রহমান। উক্ত সেমিনারে সার্বিক বিষয়ে আলোচনা করেন ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ,নাজিবুল হক সহ ক্যাম্পের অন্যান্য অফিসার মহোদয়। এসময়ে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি অভিশাপ। সরকারী ও বে-সরকারী উন্নয়ন সংস্থার পাশাপাশি এই যৌতুক ও বাল্যবিবাহের প্রতিরোধে বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাছাড়াও যৌথ্য পদক্ষেপ গ্রহনের মাধ্যমেও যৌতুক,বাল্যবিবাহ ও ইভটিজিং শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব বলেও জানান তারা।
ভিউ: ১৬৪










