চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Spread the love

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ১৩ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১০টায় জেলা আইন-শৃঙ্খলা কমিটি, আদালত সহায়তা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ, চোরাচালান নিরোধ সমন্বয়, সড়ক দুর্ঘটনায় হতাহতদের নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন, জেলা সড়ক নিরাপত্তা কমিটি, চোরাচালান নিরোধ এবং অনিস্পন্ন চোরাচালান মামলার মনিটরিং সেলসহ একাধিক বিষয়ের উপর একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার। এছাড়া সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা, এবং সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান নির্ভুলভাবে সংরক্ষণের উপর গুরুত্বারোপ করা হয়। প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও দৃঢ় হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31