
তৌহিদ : মাগুরা পৌর এলাকার ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পারনান্দুয়ালী শহীদ লুতাশ সংঘ এর নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় নবগঙ্গা নদীর তীর ঘেঁষা সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ওহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফরিদুজ্জামান ফরিদ। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ কামরুজ্জামান, সংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোঃ সোহেল রেজা। কমিটিতে আরও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন কে বি এম মেজবাউল আলম ও মোঃ রেজাউল ইসলাম। সভায় সভাপতির বক্তব্যে মোঃ ওহিদুল ইসলাম বলেন, “শহীদ লুতাশ সংঘ পারনান্দুয়ালী গ্রামের একটি গর্বের নাম। আমরা এই সংগঠনের মাধ্যমে যুব সমাজকে সঠিক দিকনির্দেশনা দিতে চাই এবং সমাজের উন্নয়ন ও ক্রীড়াঙ্গনের বিকাশে কার্যকর ভূমিকা রাখতে বদ্ধপরিকর। প্রসঙ্গত, ১৯৭২ সাল থেকে পারনান্দুয়ালী শহীদ লুতাশ সংঘ এলাকাটিতে সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়াক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সংগঠনটির দীর্ঘদিনের অবদান পারনান্দুয়ালীকে একটি পরিচিত সামাজিক বলয়ে পরিণত করেছে।










