মোঃ রনি রজব : বাংলা নববর্ষ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। পুরনো বছরের গ্লানি, দুঃখ ও কষ্ট ভুলে গিয়ে আমরা যেন নতুন আশার আলোয় আলোকিত হই। তিনি আরও বলেন, “বাংলা নববর্ষ বাঙালির চিরন্তন ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব সর্বজনীন, অসম্প্রদায়িক এবং জাতিসত্তা বিকাশের এক শক্তিশালী মাধ্যম। ইউএনও নিশাত আনজুম অনন্যা বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, ঐক্যবদ্ধভাবে সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলি। আপনি চাইলে এটিকে সংক্ষিপ্ত, সংবাদ শিরোনাম উপযোগী বা ফেসবুক পোস্ট উপযোগী করেও সাজিয়ে দিতে পারি।