তৌহিদ : মাগুরা জেলার প্রথম আবৃত্তি সংগঠন কন্ঠবীথীর ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে শিশু আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ এপ্রিল মাগুরা নোমানী ময়দানের জেলা অডিটোরিয়ামে সকাল ১০ টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। উদ্বোধনের পরে সকাল ১০.৩০ টার সময় একটি শোভাযাত্রা বের করা হয়। সকাল ১১ টা থেকে মঞ্চে শুরু হয় বিভিন্ন ধরনের আবৃত্তি। যেখানে মাগুরা জেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পীরা মনোজ্ঞ আবৃত্তি উপস্থাপন করেন। মাগুরার কন্ঠবীথি পরিবার আয়োজিত এই অনুষ্ঠানে যে সকল আবৃত্তি সংগঠন অংশগ্রহণ করে তারা হলো- খুলনা আবৃত্তি ইশকুল সবুজ পাতার দেশে,খুলনা কন্ঠযোদ্ধা আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র, যশোর। চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদ, অঙ্কুর আবৃত্তি চর্চাকেন্দ্র,ফরিদপুর। কাব্যগৃহ, রাজবাড়ী। কন্ঠবীথী,মাগুরা এবং কণ্ঠকাকলী,মাগুর।অনুষ্ঠানে মাগুরা জেলার আবৃত্তি প্রেমী অনেক দর্শক উপস্থিত থেকে আবৃত্তি শিল্পীদের উৎসাহ প্রদান সহ অনুষ্ঠানটি উপভোগ করেন এবং সেই সাথে ক্ষুদে আবৃত্তি শিল্পীদের ভূয়সী প্রশংসা করেন।