মানিকগঞ্জে মাদক সম্রাজ্ঞী ডিবির হাতে আটক
Spread the love

মাসুদ চৌধুরী সাঈদ : মানিকগঞ্জে আইনজীবীর স্ত্রী মাদক সম্রাজ্ঞী সুলতানা বেগম (৩২) ও সহযোগী জিয়াউর রহমান (৪২) কে আটক করেছে ডিবি পুলিশ। গত ১০ এপ্রিল বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর উপজেলার সেওতা এলাকার সোহরাব আলী মন্ডলের বহুতল ভবনের নিচতলা থেকে তাদের দু’জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, জেলার সাটুরিয়া উপজেলার আকাশী এলাকার এ্যাডভোকেট কামরুল ইসলাম ওরফে খোকনের স্ত্রী সুলতানা বেগম ও সহযোগী উপজেলার গোপালপুর এলাকার মৃত আয়নাল বেপারীর পুত্র জিয়াউর রহমান। সুলতানা বেগম স্বামী আইনজীবী হ‌ওয়া সুবাদে দীর্ঘদিন যাবৎ এ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্বামী আইনজীবী হ‌ওয়াতে মাদক ব্যবসায় সুবিধা লুফে নেন এই মাদক সম্রাজ্ঞী সুলতানা। সে সুন্দরী হ‌ওয়ায় সহজেই বড় বড় লোকদের সাথে মিশে আরো সহজভাবে মাদক ব্যবসা করে আসছে। সচেতন মহলের দাবী শুধু সুলতানা নয় এরকম শত শত সূলতানার মত এই জেলাজুড়ে বিস্তার করছে। যাদের অভিনব কায়দায় মাদক থেকে শুরু করে দেহব্যবসা এমনকি দেহব্যবসার ছলে ধনী ও বিভিন্ন শ্রেণীর লোকদের উলঙ্গ ভিডিও চিত্র ধারণ করে মোটা অংক হাতিয়ে নিচ্ছে এরকম চক্র। বিশেষ করে জেলা শহরের হাসপাতাল এলাকা, বাসস্ট্যান্ড কাঁচাবাজার এলাকা, সেওতা, জয়রা, মানড়াসহ এলাকায় বাসা ভাড়া নিয়ে এ অপকর্ম করছে। বাসার মালিক ও প্রশাসন এ বিষয়ে সতর্ক হ‌ওয়া জরুরী মনে করেন সুশীল সমাজ। এ অভিযানে ১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31