শুভ্র মজুমদার : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুখলেসুর রহমান খান ফরিদকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তাকে আটক করে স্থানীয় জনতা। এরপর উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে গণধোলাই দিতে শুরু করলে, তিনি প্রাণ রক্ষার্থে পাশের নুরুল আমিন খান মেডিকেল সেন্টারে আশ্রয় নেন। পরে রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে জনতা তাকে পুলিশের হাতে সোপর্দ করে। সদর থানা পুলিশ জানিয়েছে, জুলাই আন্দোলনের সময় ছাত্র ও জনতা হত্যাকাণ্ডসহ তার বিরুদ্ধে একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে।